ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের এককে হতশার গল্প রচনা করেছে স্বাগতিক শাটলাররা। তবে আজ দ্বৈতে ও মিশ্র দ্বৈতে দারুণ নৈপুণ্য দেখালেন তারা। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটি। প্রি-কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তারা।
ভারতের প্রতিযোগী ডেভার্ট মান- সৌরভ নাইনকে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারান জুমার-অহিদুল। মাসুদ-রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি- জিয়া লি তান। প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান মাসুদ-রবিন। মালয়েশিয়ান জুটির কাছে প্রথম সেট ২১-১৪ পয়েন্টের ব্যবধানে হারেন। পরের দুই সেট ১৪-২১ ও ১৭-২১ পয়েন্টে জেতেন মাসুদ-রবিন জুটি।
আগামীকাল শুক্রবার, ১৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে নামবেন তারা। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে পুরুষ দ্বৈতে মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি ভিয়েতনামের বুই দ্যান- নুয়েন ডাকের কাছে ২১-১৭ ও ২১-১৭ পয়েন্ট ব্যবধানে হেরে যায়। জিততে পারেননি রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিও। ভারতের স্বস্তিক মাথারাসান- গোকুল জুটির কাছে ২৬-২৪, ১৫-২১ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধান হেরে যান তারা।
নারী দ্বৈতে গ্রেট ব্রিটেনের চো ওয়াই লাম- থালিয়া লিন সির কাছে বাংলাদেশের ডালিয়া-মাথিনা জুটি ২১-১১ ও ২১-১৩ পয়েন্টের ব্যবধান পরাজিত হয়। এছাড়া বাংলাদেশের রেশমা-বৃষ্টি জুটিও জিততে পারেননি। ভারতের ন্যান্সি-সুনাইন মালিকের কাছে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে পরাজিত হন। মিশ্র দ্বৈতে বাংলাদেশের সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুন জুটি ভারতের মাইকেল-ফারজা নাজরিন জুটির কাছে ২১-১৩, ২১-২৩ ও ২১-১৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

