সৌদি কাপ

বেনজেমার জোড়া গোলে ইত্তিহাদের ‘ডাবল’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৫: ০০
ইত্তিহাদের ফুটবলারদের শিরোপা উৎসব, ছবি: এক্স হ্যান্ডেল

সৌদি প্রো লিগের শিরোপার পর এবার আরো একটি শিরোপার স্বাদ পেলেন করিম বেনজেমা। সৌদি কাপে আল-কাদিসিয়াহকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতে নিল আল ইত্তিহাদ। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক অধিনায়ক বেনজেমা।

বিজ্ঞাপন

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ইত্তিহাদ। ম্যাচের প্রথম গোলের সুযোগ তারাই পায়। ২১ মিনিটে সুযোগ হাতছাড়া করেন মুসা দিয়াবি। ৩২ মিনিটে আল-কাদিসিয়াহর ডিফেন্ডার সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নাচোর হাতে বল লাগলেও ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেননি রেফারি।

৩৪ মিনিটেই ডেডলক ভাঙেন বেনজেমা। বক্সের ভেতর স্টিভেন বারহাইনের ক্রসে কাছ থেকে বুক দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন সাবেক রিয়াল তারকা। ৪৩ মিনিটে বেনজেমার হেড প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকালেও ফিরতি টোকায় ব্যবধান ২-০ করেন ফাঁকায় থাকা হাউসেম আওয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে এক গোল শোধ করেন প্রতিপক্ষের পিয়েরে-এমেরিক অবামেয়াং।

দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই। এর মধ্যে আল কাদিসিয়াহর জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে আসে ৮১ মিনিটে এসেকিয়েল ফার্নান্দেজের লাল কার্ড। প্রতিপক্ষের ১০ জনের সুযোগ নিয়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন চলতি মৌসুমে সৌদি প্রো লিগের সেরা খেলোয়াড় বেনজেমা। তাতেই শিরোপা জিতে যায় ইত্তিহাদ। এই নিয়ে দশমবার কাপ জয় করল আল-ইত্তিহাদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত