সৌদি কাপ
স্পোর্টস ডেস্ক
সৌদি প্রো লিগের শিরোপার পর এবার আরো একটি শিরোপার স্বাদ পেলেন করিম বেনজেমা। সৌদি কাপে আল-কাদিসিয়াহকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতে নিল আল ইত্তিহাদ। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক অধিনায়ক বেনজেমা।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ইত্তিহাদ। ম্যাচের প্রথম গোলের সুযোগ তারাই পায়। ২১ মিনিটে সুযোগ হাতছাড়া করেন মুসা দিয়াবি। ৩২ মিনিটে আল-কাদিসিয়াহর ডিফেন্ডার সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নাচোর হাতে বল লাগলেও ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেননি রেফারি।
৩৪ মিনিটেই ডেডলক ভাঙেন বেনজেমা। বক্সের ভেতর স্টিভেন বারহাইনের ক্রসে কাছ থেকে বুক দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন সাবেক রিয়াল তারকা। ৪৩ মিনিটে বেনজেমার হেড প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকালেও ফিরতি টোকায় ব্যবধান ২-০ করেন ফাঁকায় থাকা হাউসেম আওয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে এক গোল শোধ করেন প্রতিপক্ষের পিয়েরে-এমেরিক অবামেয়াং।
দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই। এর মধ্যে আল কাদিসিয়াহর জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে আসে ৮১ মিনিটে এসেকিয়েল ফার্নান্দেজের লাল কার্ড। প্রতিপক্ষের ১০ জনের সুযোগ নিয়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন চলতি মৌসুমে সৌদি প্রো লিগের সেরা খেলোয়াড় বেনজেমা। তাতেই শিরোপা জিতে যায় ইত্তিহাদ। এই নিয়ে দশমবার কাপ জয় করল আল-ইত্তিহাদ।
সৌদি প্রো লিগের শিরোপার পর এবার আরো একটি শিরোপার স্বাদ পেলেন করিম বেনজেমা। সৌদি কাপে আল-কাদিসিয়াহকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতে নিল আল ইত্তিহাদ। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক অধিনায়ক বেনজেমা।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ইত্তিহাদ। ম্যাচের প্রথম গোলের সুযোগ তারাই পায়। ২১ মিনিটে সুযোগ হাতছাড়া করেন মুসা দিয়াবি। ৩২ মিনিটে আল-কাদিসিয়াহর ডিফেন্ডার সাবেক রিয়াল মাদ্রিদ তারকা নাচোর হাতে বল লাগলেও ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেননি রেফারি।
৩৪ মিনিটেই ডেডলক ভাঙেন বেনজেমা। বক্সের ভেতর স্টিভেন বারহাইনের ক্রসে কাছ থেকে বুক দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন সাবেক রিয়াল তারকা। ৪৩ মিনিটে বেনজেমার হেড প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকালেও ফিরতি টোকায় ব্যবধান ২-০ করেন ফাঁকায় থাকা হাউসেম আওয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে এক গোল শোধ করেন প্রতিপক্ষের পিয়েরে-এমেরিক অবামেয়াং।
দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই। এর মধ্যে আল কাদিসিয়াহর জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে আসে ৮১ মিনিটে এসেকিয়েল ফার্নান্দেজের লাল কার্ড। প্রতিপক্ষের ১০ জনের সুযোগ নিয়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন চলতি মৌসুমে সৌদি প্রো লিগের সেরা খেলোয়াড় বেনজেমা। তাতেই শিরোপা জিতে যায় ইত্তিহাদ। এই নিয়ে দশমবার কাপ জয় করল আল-ইত্তিহাদ।
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৪ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে