মেসিকে অনুসরণ করে ফেলিক্সকে আল নাসরে নিচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৪: ৫৭
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫: ৩২

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ভালো প্রস্তুতির জন্য রদ্রিগো ডি পলকে ইন্টার মিয়ামিতে নিয়েছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টিনার অধিনায়ককে অনুসরণ করে জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সকে আল নাসরে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বেনফিকা, অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি, এসি মিলানের মতো বেশ কয়েকটি ইউরোপিয়ান ক্লাবে খেলার সুযোগ হলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ফেলিক্স। পরিষ্কারভাবে বলতে গেলে- কোনো ক্লাবেই পায়ের নিচে মাটি পাননি তিনি। এরপরও মাত্র ২৫ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। তবে রোনালদো ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার কাম ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

প্রতিবেদনে ফ্রান্সের গণমাধ্যম ফুট মার্কাতো জানিয়েছে, আল নাসরে যোগ দেওয়ার জন্য ফেলিক্সকে ফোন করেছিলেন রোনালদো। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না ফেলিক্স। যুক্তির মাধ্যমে এই ফুটবলারকে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করাতে পেরেছেন সিআরসেভেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোনালদো ফেলিক্সকে বোঝান, আল নাসরে যোগ দিলেন দুজনে মিলে একসঙ্গে অনেক ম্যাচ খেলতে পারবেন। যেটা ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য তাদের বোঝাপড়া উন্নতি করবে।

একই রকম তথ্য দিয়েছেন ইউরোপিয়ান দলবদলের বিশ্বস্ত মুখ ফ্রাব্রিজিও রোমানো। এই ইতালিয়ান সাংবাদিকের দাবি, মেডিকেলের জন্য খুব দ্রুতই সৌদি আরব যাবেন ফেলিক্স। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে তার জন্য ৩ কোটি ইউরোর চুক্তি করছে চেলসি ও আল নাসর। বিভিন্ন শর্ত পূরণের ওপর ভিত্তি করে পরবর্তীতে এই অঙ্কটা আরো বাড়বে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত