আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রিমিয়ার লিগ ফুটবল

শেষদিনে মোহামেডান, রহমতগঞ্জ, আবাহনীর গোলউৎসব

স্পোর্টস রিপোর্টার
শেষদিনে মোহামেডান, রহমতগঞ্জ, আবাহনীর গোলউৎসব

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটি বড় জয়ে রাঙাল শিরোপাজয়ী মোহামেডান। তারা ৬-১ গোলে বিধ্বস্ত করে ফকিরেরপুল ইয়াংমেন্সকে। এই জয়ে সর্বোচ্চ ৪২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল সাদা-কালো জার্সিধারীরা। মোহামেডানের হয়ে সুলেমান দিয়াবাতে একাই ৫টি গোল করেন। এ নিয়ে লিগে ১৯টি গোল করার কৃতিত্ব দেখালেন মালির এই স্ট্রাইকার।

বিজ্ঞাপন

একই দিন লিগে আরো দুটি হ্যাটট্রিক দেখেছেন দর্শকরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ মোরসালিনের হ্যাটট্রিকের নৈপুণ্যে দেখান। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বসুন্ধরা কিংস ৫-৩ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারায়। তবে এ জয়েও লিগে রানার্সআপ হতে পারেনি গত টানা পাঁচ আসরের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে মুন্সীগঞ্জের মাঠে ঘানার ফরোয়ার্ড বোয়েটাংয়ের হ্যাটট্রিক রহমতগঞ্জ ৪-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে। লিগে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনীও। তারা ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে লিগে রানার্সআপ ট্রফি জিতেছে।

১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জন করে এ ট্রফি জিতেছে তারা। তাদের পেছনে থাকা কিংসের অর্জন ৩২ পয়েন্ট। লিগে রানার্সআপ হওয়ায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে আবাহনী। চ্যালেঞ্জ লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এজন্য লাইসেন্সিংয়ের আবেদনও করেছে দলটি। আজ লিগে ময়মনসিংহের মাঠে চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস এফসির ম্যাচ দিয়ে এবারের লিগের ইতি টানবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন