আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেসির অবদান স্বীকার করলেন ডেম্বেলে

স্পোর্টস ডেস্ক
মেসির অবদান স্বীকার করলেন ডেম্বেলে

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার পর নিজেকে নতুনকরে খুঁজে পেয়েছেন উসমান ডেম্বেলে। সবশেষ মৌসুমে দারুণ পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অরের দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন এই ফরোয়ার্ড। নিজের বর্তমান অবস্থানের জন্য লিওনেল মেসির অবদান আছে বলে জানালেন ডেম্বেলে।

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেন ডেম্বেলে। কাতালান ক্লাবটিতে ৬ বছর কাটিয়ে ২০২৩ সালে পিএসজিতে নাম লেখান তিনি। তার দুই বছর আগে বার্সা ছেড়ে পিএসজির পাড়ি জমান মেসি। এই আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে বার্সায় ৪ বছর খেলার সুযোগ হয়েছে ডেম্বেলের।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘মেসির সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো ছিল। ড্রেসিংরুমে আমার লকার তার পাশেই ছিল। সে আমাকে প্রায়ই পরামর্শ দিতো। দেখে মনে হতো আগেই বুঝতে পারতো আমি কি চাই। আমাকে সব সময় বলতো- বড় হতে হলে গুরুত্বের সঙ্গে খেলতে হবে। আমি তার খেলা দেখতাম এবং শেখার চেষ্টা করতাম।’

ডেম্বেলের আরো বলেন, ‘মাঠে মেসি যেখানেই খেলুক- তার কৌশল সব সময়ই অসাধারণ ছিল। হুট করে কিছুক্ষণের জন্য তাকে মাঠে খুঁজেই পাওয়া যায় না। তারপর বল পেলে এমন কিছু করে যেন আগে থেকেই সব ভেবে রেখেছিল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পিলখানা হত্যাকাণ্ডে ২৪ ভারতীয়র সংশ্লিষ্টতা ও ইউনিফর্মের কাপড় সংগ্রহের যোগসূত্র কী

জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল

দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে তোলা যাবে ১ লাখ

অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকাংশই স্বীকৃতির বাইরে: প্রাণিসম্পদ উপদেষ্টা

সরকার সারা দেশে দ্রুতগতিতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে

এলাকার খবর
খুঁজুন