মেসির অবদান স্বীকার করলেন ডেম্বেলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৮: ৪৮

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার পর নিজেকে নতুনকরে খুঁজে পেয়েছেন উসমান ডেম্বেলে। সবশেষ মৌসুমে দারুণ পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অরের দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন এই ফরোয়ার্ড। নিজের বর্তমান অবস্থানের জন্য লিওনেল মেসির অবদান আছে বলে জানালেন ডেম্বেলে।

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেন ডেম্বেলে। কাতালান ক্লাবটিতে ৬ বছর কাটিয়ে ২০২৩ সালে পিএসজিতে নাম লেখান তিনি। তার দুই বছর আগে বার্সা ছেড়ে পিএসজির পাড়ি জমান মেসি। এই আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে বার্সায় ৪ বছর খেলার সুযোগ হয়েছে ডেম্বেলের।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘মেসির সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো ছিল। ড্রেসিংরুমে আমার লকার তার পাশেই ছিল। সে আমাকে প্রায়ই পরামর্শ দিতো। দেখে মনে হতো আগেই বুঝতে পারতো আমি কি চাই। আমাকে সব সময় বলতো- বড় হতে হলে গুরুত্বের সঙ্গে খেলতে হবে। আমি তার খেলা দেখতাম এবং শেখার চেষ্টা করতাম।’

ডেম্বেলের আরো বলেন, ‘মাঠে মেসি যেখানেই খেলুক- তার কৌশল সব সময়ই অসাধারণ ছিল। হুট করে কিছুক্ষণের জন্য তাকে মাঠে খুঁজেই পাওয়া যায় না। তারপর বল পেলে এমন কিছু করে যেন আগে থেকেই সব ভেবে রেখেছিল।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত