হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১: ০০

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছে এই দুই দল। হামজা চৌধুরীর গোলে ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে হংকং। তবে কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরপর আক্রমণে উঠে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর ১২ মিনিটে ডি বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে ফ্রি কিক পায়। সেখান থেকে অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়ান হামজা চৌধুরী।

বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামজার গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত