আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিএসএলে দল পেলেন রানা

স্পোর্টস ডেস্ক

পিএসএলে দল পেলেন রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে দল পেলেন নাহিদ রানা। প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশি গতি তারকাকে দলে টেনেছে পেশোয়ার জালমি।

গোল্ড ক্যাটাগরিতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে উঠেন রানা। এই তরুণ পেসার দল পেলেও সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে উঠেছেন। এছাড়া পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নাম আছে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমনসহ বাংলাদেশের ৩০ জনের বেশি ক্রিকেটার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...