ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের ধারাবাহিকতা চলছেই। সৌদি প্রো লিগে ছুটছে তার দল আল নাসরও। এবার আল আখদুদকে ৩-০ গোলে হারিয়ে হারিয়ে সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ১০ ম্যাচের সবকটিতেই জেতার কীর্তি গড়ল আল নাসর।
ঘরের মাঠে ম্যাচের ৩১তম মিনিটে ডেডলক ভাঙেন রোনালদো। কর্নার থেকে আসা বল নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দর্শনীয় 'ব্যাকহিল' আসে ব্যবধান দ্বিগুণ করা গোলটি। তাতে চলতি মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়ায় ১২-তে।
লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন যৌথভাবে শীর্ষে আছেন সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে আল নাসরের বড় জয় নিশ্চিত করেন এই ফেলিক্সই।
টানা দশম জয়ের ফলে ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে এখন ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা। আল নাসর ভেঙে দিয়েছে ২০১৮-১৯ মৌসুমে টানা ৯ ম্যাচে জয় পাওয়া আল হিলালের রেকর্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

