আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামজার চোট কতটা গুরুতর?

স্পোর্টস ডেস্ক
হামজার চোট কতটা গুরুতর?

ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখলেও হামজা চৌধুরীকে নিয়ে দুশ্চিন্তায় লেস্টার সিটি। মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বার্মিংহামের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। যদিও ফেসবুক পোস্টে ভক্তদের চিন্তা কিছুটা হলেও কমিয়েছেন হামজা।

৬৯ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ হয় হামজার। তাতে ডান পায়ে চোট পান তিনি। চোটাক্রান্ত স্থানে হাত দিয়ে ছটফট করতে দেখা গেছে হামজাকে। এরপর ফিজিও মাঠে এসে হামজার প্রাথমিক চিকিৎসা করেন। তাতে অবশ্য কাজের কাজ হয়নি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন হামজা। তার বদলি হিসেবে মাঠে নামেন বারবোসা পেরেইরা। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে অষ্টম মিনিটে লেস্টারকে লিড এনে দেন আব্দুল ফাতাউ।

ম্যাচ শেষে হামজার চোট নিয়ে কোনো তথ্য দেয়নি লেস্টার। তবে ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেইজে হামজা বলেন, ‘ভালো লাগছে। জিততে পেরে আমি রোমাঞ্চিত। এখানে রাতের ম্যাচগুলো দারুণ হয়। বিরতিতে যাওয়ার আগে শেষটা দারুণ হলো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন