এশিয়ান কাপ আর্চারি

সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৬: ০৯
আপডেট : ২০ জুন ২০২৫, ১৬: ২৮

এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে চলমান টুর্নামেন্টটির রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে শুক্রবার (২০ জুন) জাপানের মিয়াতা গাকুতোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন তিনি। শেষ পর্যন্ত ৬-৪ সেটের জয়ে বাজিমাত করেন বাংলাদেশের এই আর্চার।

আলিফের হাত ধরে ছয় বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিয়াতাকে প্রথম দুই সেটে হারিয়ে সোনা জয়ের সম্ভাবনা উজ্জল করেন আলিফ। প্রথম সেটে আলিফের ২৮ স্কোরের বিপরীতে মিয়াতার স্কোর ছিল ২৭। এরপর ২৯-২৮ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় সেট শেষ করেন আলিফ।

বিজ্ঞাপন

যদিও তৃতীয় ও চতুর্থ সেটে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। এই দুই সেটে মিয়াতার কাছে ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে হেরে বসেন আলিফ। তাতে সেট পয়েন্টে ৪-৪ সমতা আসে। তাই শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। এমন সমীকরণে ২৯-২৬ ব্যবধানে শেষ সেট জিতে নেন আলিফ। সোনা জেতায় তাকে এক হাজার সিঙ্গাপুরী ডলার পুরস্কার দেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন আহমেদ চপল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত