ক্রিকেট দল পাকিস্তানে, লাহোরে আজ অনুশীলন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৬: ০০

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ দলের এবার মিশন পাকিস্তান সফর। পাক-ভারত সামরিক উত্তেজনার কারণে এই সফর নিয়ে তৈরি হয় নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে গতকাল বাংলাদেশ দলের প্রথম বহর পাকিস্তানে পৌঁছেছে। এই দফায় বাংলাদেশে পৌঁছেছে তিন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সাত সদস্য। বাকিরা আজ দুই দফায় পাকিস্তানের মাটিতে পা রাখবেন। একই দিনে বিসিবির পাঠানো নিরাপত্তা পর্যবেক্ষক দলেরও পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। এই নিরাপত্তা দলে তিনজন সদস্য আছেন।

বিজ্ঞাপন

গতকাল সকালে প্রথম বহরে তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব পাকিস্তানের মাটিতে পা রাখেন। দুবাই থেকে সরাসরি লাহোরে যান ক্রিকেটাররা। এ ছাড়া পিএসএল খেলতে আগে থেকেই লাহোরে আছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। পিএসএলের ফাইনাল শেষে আজ থেকে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। পিএসএলের দল লাহোর কালান্দার্সের সঙ্গে একই হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল।

পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। বেসামরিক নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও দেওয়া হয়েছে সিরিজের নিরাপত্তার দায়িত্ব। পাকিস্তান ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ দলকে এই কঠোর নিরাপত্তা বলয়ে থাকতে হবে। পাক-ভারত সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানে থাকা পেসার নাহিদ রানা এই সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। মানসিক ট্রমার কারণে তিনি সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। এ ছাড়া দলের সঙ্গে পাকিস্তানে যাননি ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেইনার নাথান কেলি।

কোচিং স্টাফের সব সদস্য প্রথম বহরে পাকিস্তানে পৌঁছানোয় আজ হালকা অনুশীলন করবে বাংলাদেশ দল। দুবাই থেকে উড়ে যাওয়া তিন ক্রিকেটার ও পাকিস্তানে আগে থেকে অবস্থান করা দুই ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই অনুশীলন সেশন হওয়ার কথা রয়েছে। আগামীকাল পুরো দল একসঙ্গে অনুশীলন করবে। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে পুরো দল একসঙ্গে মাত্র একবারই অনুশীলন করার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশের পুরো স্কোয়াড পাকিস্তানের মাটিতে পা রাখার আগে দেশটির নিরাপত্তা ব্যবস্থা পরখ করবে বিসিবির পাঠানো নিরাপত্তা পর্যবেক্ষক দল। গতকাল সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে রওনা হয় তিন সদস্যের এই নিরাপত্তা পর্যবেক্ষক দল। আজ পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। তারা বাংলাদেশ দলের হোটেল, যাতায়াতের পথ ও ভেন্যু- সব জায়গার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশের চাওয়া নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে কি না সেটাই মূলত পর্যবেক্ষণ করবে নিরাপত্তা পর্যবেক্ষক দল।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী ২৮ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে ৩০ মে ও ১ জুন। ক্রিকেটারদের বিশ্রাম ও ঈদের কথা বিবেচনায় রেখে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছিল। সিরিজের সবগুলো ম্যাচই আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত