ভুল থেকে শিক্ষা নিচ্ছেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৮: ৪০

ক্লাব বিশ্বকাপের শেষ আটে হারলেও শেষদিকে রিয়াল মাদ্রিদকে কাঁপিয়ে দিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। যেখানে নিজেদের ভুল দেখছেন মাদ্রিদের ক্লাবটির প্রধান কোচ জাবি আলোনসো। তাই পিএসজির বিপক্ষে সেমিফাইনালের আগে সেসব ভুল শোধরানোর দিকে মনোযোগী তিনি।

গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার কল্যাণে ২০ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় রিয়াল। এই ২ গোলে এগিয়ে থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে লা লিগার দলটি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান ম্যাক্সিমিলান বাইয়ার। ২ মিনিট পর দুর্দান্ত এক ওভারহেড কিকে স্কোরলাইন ৩-২ করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন ফরাসি তারকা।

তখনও নাটকীয়তার অনেক বাকি। ২ মিনিট পর নিজেদের ডি বক্সে সার্হো গুইরাসিকে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়ালের ডিন হুইজসেন। স্পট কিক থেকে ব্যবধান কমান গুইরাসি। শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টায় প্রায় সফল হয়েছিল ডর্টমুন্ড। রিয়ালের পোস্টে বুলেট গতির শট নিয়েছিলেন মার্সেলো সাবিৎসার। দারুণ দৃঢ়তায় সে শট আটকে দেন থিবো কোর্তোয়া। তাই ম্যাচ আর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়নি।

আলোনসো বলেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। কিন্তু ১০ মিনিটে সব অগোছালো হয়ে যায়। ছেলেরা ফিটনেস হারিয়ে ফেলেছিল কিছুটা। তাড়না একাগ্রতাও হারিয়ে ফেলেছিল। যদিও আমাদের আর গোল হজম করতে হয়নি। ওই সময়টায় খারাপ খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে সতর্ক থাকতে হবে। ম্যাচে প্রথম ৮০ মিনিট আমাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। শেষ ১০ মিনিটের পারফরম্যান্স আরও উন্নতি করতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত