আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বছরের শুরুতেই হোঁচট মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার

বছরের শুরুতেই হোঁচট মোহামেডানের

ফুটবল লিগের চলমান মৌসুমটা ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের। প্রত্যাশা ছিল নতুন বছরে স্বরূপে ফিরবে দলটি। কিন্তু ড্র দিয়ে বছরের শুরুটা হলো তাদের। আজ লিগের একমাত্র ম্যাচে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করল দুদল।

ড্র বৃত্ত থেকে বেরোতে না পারা মোহামেডান ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে। দুটি জয় ও চারটি ম্যাচে ড্র করেছে তারা। বাকি ৩ ম্যাচে তাদের হারের রেকর্ড। আজ লিগের চারটি ম্যাচ রয়েছে। আবাহনী-আরামবাগ, বাংলাদেশ পুলিশ-রহমতগঞ্জ, ফকিরেরপুল-বসুন্ধরা কিংস ও ফর্টিস-পিডব্লিউডি পরস্পরের মুখোমুখি হবে। সবগুলো ম্যাচ বেলা আড়াইটায় শুরু হবে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল শুক্রবার ব্রাদার্সের বিপক্ষে মোহামেডানের পারফরম্যান্স ছিল বিবর্ণ। খেলার শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও সেই ছন্দ ধরে রেখে শেষ পর্যন্ত কোনো গোল আদায় করে নিতে পারেনি কোচ আলফাজ আহমেদের শিষ্যরা।ো

১০ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল তারা। স্যামুয়েল বোয়াটেংয়ের পাসে হাফিজুর রহমান বলে পা ছোঁয়ালেই গোল হতে পারত। কিন্তু এর আগেই বল গ্লাভসবন্দি করেন ব্রাদার্স গোলরক্ষক ইশাক আকন্দ। অবশ্য পাল্টা আক্রমণে যায় ব্রাদার্সও। তাদের নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা মোহামেডানের জালে বল জড়িয়েছিলেন একবার। কিন্তু অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়ে যায়। একইভাবে শেষ দিকে অফসাইডের কারণে গোল পাননি বোয়েটেংও।

এরপর ৭২ মিনিটে জটলার ভেতর থেকে তার নেওয়া নিচু শটের বলে আটকান ইশাক। ৮৫ মিনিটে সেরা সুযোগ পেয়েছিল মোহামেডান। শফিউল হোসেইনের কোনাকুনি পাসে বোয়াটেং পা ছোঁয়াতে পারেননি। অন্যদিকে গোল পায়নি ব্রাদার্সও। ফলে ড্রয়েই শেষ হলো দুদলের ম্যাচটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন