আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোস্তাফিজের ৪০০

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

মোস্তাফিজের ৪০০

টি-টোয়েন্টি ক্রিকেটে একরকম ফেরিওয়ালাই হয়ে উঠেছেন মোস্তাফিজুর রহমান। দিন কয়েক আগে আইএল টি-টোয়েন্টিতে ছিলেন দারুণ ছন্দে। সেই ছন্দ ধরে রেখেছেন বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩১৫তম ম্যাচে এসে ৪০০ উইকেটের দেখা পেয়েছেন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট। মোস্তাফিজের আগে কীর্তি গড়া সাকিব আল হাসান স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৬৮ ম্যাচে নিয়েছেন ৫০৭ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন