ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২: ২৭
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২: ১৭

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এশিয়া কাপের। সেই বিতর্কের মধ্যমণি আর কেউ নয়Ñদুই চিরশত্রু ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান কাঠগড়ায় তোলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। মহাদেশীয় এ ক্রিকেট আসর থেকে জিম্বাবুয়ের এই ম্যাচ অফিসিয়ালকে সরানোর দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি (পিসিবি)। কিন্তু তাদের সেই দাবি মানেনি বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

বিজ্ঞাপন


এ কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ না খেলার হুমকিও দিয়েছিল পাকিস্তান। তবে পাইক্রফটের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর মাঠে নামে তারা।

আমিরাত ম্যাচেও ম্যাচ রেফারি ছিলেন পাইক্রফট। রোববার সুপার ফোর পর্বে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এ ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে রাখা হয়েছে পাইক্রফটকে। এর প্রতিবাদে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান। এর আগে গ্রুপ পর্বে ভারত ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর আমিরাত ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট করেছিল পাকিস্তান।


গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে বলেছিলেন ম্যাচ রেফারি পাইক্রফট। এ কারণে পাইক্রফটকে সরানোর দাবি তুলেছিল পাকিস্তান। এত বিতর্কের পরও সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফটকেই রেখেছে আইসিসি।


যদিও ম্যাচ রেফারি বদলের সুযোগ ছিল। কেননা, টুর্নামেন্টটি প্রথমটির গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য অফিসিয়ালদের তালিকা আগে হলেও সুপার ফোরের ম্যাচ রেফারি নির্ধারণ করা হয়েছে পরে। এটা করা হয়েছে টুর্নামেন্টে টিকে থাকা দল, ম্যাচের প্রতিপক্ষ ও সংশ্লিষ্ট অফিসিয়ালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে।


গত বুধবার পাকিস্তান-ওমান ম্যাচের আগে পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ও প্রধান কোচ মাইক হেসন। সে বৈঠকের ভিডিও ধারণ করেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি। সেই বৈঠকের ভিডিও ছড়িয়ে দেয় পিসিবি।


কিন্তু আইসিসি জানিয়েছে, পাকিস্তান ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ নিয়ম ভেঙেছে। কোনো টুর্নামেন্ট চলাকালে সেই এলাকায় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়াল ছাড়া কারো প্রবেশাধিকার নেই। কিন্তু পাকিস্তান বলছে, তারা কোনো নিয়ম ভাঙেনি।


সেই বৈঠকের ভিডিও দিয়ে পিসিবি দাবি করে, পাইক্রফট ক্ষমা চেয়েছেন তাদের কাছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাইক্রফট ক্ষমা চাননি। হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন। এত কিছুর পরও ভারত-পাকিস্তান ম্যাচে সেই পাইক্রফটকে ম্যাচ রেফারির দায়িত্ব দিয়ে বিতর্ক বাড়ার আরো সুযোগ তৈরি করে দিল আইসিসি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত