আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার

৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু শুক্রবার

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে আগামীকাল ৯ জানুয়ারি (শুক্রবার) শুরু হতে যাচ্ছে ৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। আসরটি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আসবে টেবিল টেনিস প্রতিযোগিতার এ আসর।

প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ প্রতিযোগিতায় সারাদেশের ৫০টি জেলা, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রায় পাঁচ শতাধিক টেবিল টেনিস খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: