দেড় বছর পর আগামী সোমবার থেকে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। আজ ২৬ ডিসেম্বর শেষ হয়েছে লিগের দলবদল। দলবদলে রীতিমতো চমক দিল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের পাঁচ তারকা ফুটবলার- তহুরা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও শামসুন্নাহার জুনিয়রকে।
এছাড়া দুজন বিদেশি খেলোয়াড়ও নিবন্ধন করেছে দলটি। নেপালের ডিফেন্ডার পূজা রানা ও মিডফিল্ডার সবিতা রানা মাগারের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। এছাড়া অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ দলের বেশ কিছু প্রতিভাবান ফুটবলার দলে নিয়েছে ফরাশগঞ্জ। মোট ৩৫ জনের স্কোয়াড গড়েছে তারা। ফরাশগঞ্জ ক্লাবের ম্যানেজার বাবু জানান, ‘আমরা যে স্কোয়াডটা করেছি, তাতে সন্তুষ্ট। আশা করি, এই দল নিয়ে ফাইট দিতে পারব এবং ফাইনাল খেলব।’
অন্যদিকে, রাজশাহী স্টার্স শক্ত দল গড়েছে। জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও শিউলি আজিমকে দলে নিয়েছে তারা। অপরদিকে, পুলিশ ক্লাবের হয়ে খেলবেন অনূর্ধ্ব-২০ নারী দলের তারকা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। তাছাড়া কোহাতি কিসকু, সুরমা জান্নাত ও আইরিন আক্তারও পুলিশ দলের হয়ে খেলবেন।
সর্বশেষ ২০২৪ সালের মাঝামাঝিতে হয়েছিল নারী ফুটবল লিগ। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নারী লিগ নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছিল না। অবশেষে আগামী বছর নারী এশিয়া কাপ সামনে রেখে লিগের প্রতি জোর দিয়েছে ফুটবল ফেডারেশন। নারী লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি।
এবারের লিগে ১১টি দল অংশ নেবে। লিগে মোট ম্যাচ হবে ৫৫টি। সবগুলো ম্যাচ হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। বয়সভিত্তিক ফুটবলারদের দলে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা এবং চারজন করে বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

