আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১০০ পার করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১০০ পার করল বাংলাদেশ
ফাইল ছবি

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। ২৫তম ওভারে এসে ১০০ রানের কোটা পার করে নিগার সুলতানা জ্যোতির দল।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ৩৫ রান তোলে বাংলাদেশ। প্রিয়ানাজ চ্যাটার্জির করা ইনিংসের নবম ওভারে আবতাহা মাকসুদের হাতে ইসমা তানজিম ধরা পড়লে এই জুটি ভাঙে। সাজঘরে হাঁটার আগে ১৪ রান করেন এই ওপেনার। তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিজে আসেন শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে বেশ দেখেশুনে ব্যাট চালান এই টপঅর্ডার ব্যাটার।

দলীয় সংগ্রহ ১০০ পার হওয়ার পর ব্যাট হাতে আক্রমণাত্মক হেয়ে উঠেন শারমিন ও ফারজানা। ইতোমধ্যে দুইজনেই অর্ধশতকের দেখা পেয়েছেন। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৩ রান। শারমিন ৫৩ ও ফারজানা ৫১ রান নিয়ে ব্যাট করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন