সিপিএলের দুই ক্রিকেটারের ওপর বন্দুকধারীর হামলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৫০

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে বার্বাডোজে বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন দুই ক্রিকেটার। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টার পর অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। তবে কেউ গুরুতর আহত হননি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম বার্বাডোজ টুডে জানিয়েছে, দুজন ক্রিকেটারই সিপিএলের ফ্র্যাঞ্চাইজি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের; তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সেন্ট মাইকেলের ফন্টাবেলে এলাকার একটি জনপ্রিয় খাবার দোকানের সামনে এক সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা করে। পালানোর সময় হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় একজনের। এক ভুক্তভোগীর গলা থেকে চেইন ছিড়ে নেয় হামলাকারী। ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ।

বিষয়:

সিপিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত