পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১৫: ১২
আপডেট : ১৩ মে ২০২৫, ১৫: ২০

নিজেদের নতুন কোচ হিসেবে মাইক হেসনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তান জাতীয় দলের সাদা বল অর্থ্যাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টির দায়িত্ব পালন করবেন হেসন। আগামী ২৬ মে মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের নিয়ে কাজ শুরু করবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

কোচ হিসেবে বেশ সফল হেসন। এর আগে নিউজিল্যান্ড ও কেনিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। এছাড়া বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও কোচিং করিয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে আছেন ৫০ বছর বয়সী হেসন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত