ফেডারেশন কাপ
স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
কঠিন সময়ে দারুণ এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আজ ফেডারেশন কাপের ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। কিংসের জন্য এই জয় অন্ধকারে আলো ছড়ানোর মতো হয়েই এসেছে। আর এই আলোর মশাল জ্বালানোর কাজটি করেছেন দুই ব্রাজিলিয়ান। একজন হলেন জোনাথন ফার্নান্দেজ। আরেকজন মিগুয়েল ফেরেইরা। এই দুই ব্রাজিলীয় ফুটবলার ম্যাচজুড়ে নজরকাড়া ফুটবল খেলেছেন। দুইজনই গোল পেয়েছেন। তাদের সঙ্গে গোল করেন ডিফেন্ডার তপু বর্মণ। দিনের অপর ম্যাচে কুমিল্লার মাঠে ফর্টিস এফসি ৩-০ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে ফর্টিস। তাদের অর্জন ৭ পয়েন্ট। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা কিংসের অর্জন ৬ পয়েন্ট।
বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার ৬ মিনিটে ফেরেইরার কর্নার থেকে সরাসরি বল পেয়ে গোল করেন তপু বর্মণ। পরের মিনিটেই গোল শোধ করে দেয় বাংলাদেশ পুলিশ। ৭ মিনিটে বাঁ প্রান্তে ইসা ফয়সার বল পেয়ে দ্রুতগতিতে বক্সের কাছে এগিয়ে যান। সেখানে পাস দেন গোলমুখে থাকা আল আমিনকে। সহজেই কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। অবশ্য কিছু করার ছিল না শ্রাবণের। এরপর কয়েক মিনিট পর আবারো আনন্দের উপলক্ষ্য পায় কিংস। ১১ মিনিটে গোছালো আক্রমণে যায় দলটি। বাঁ প্রান্ত থেকে পুলিশের গোলবক্সে বল ঢুকে পড়েন ফেরেইরা, তপুরা। বক্সের মধ্যে জটলার মধ্যে বল পেয়ে সুযোগ কাজে লাগান ফেরেইরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে দুদল। ৫৩ মিনিটে আবারো কর্নার থেকে গোল পায় কিংস। এবারও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেরেইরা সরাসরি শট নেননি। কৌশল বদল করে আলতো টোকায় সতীর্থকে পাস দিয়ে দ্রুত এগিয়ে যান। পরে বল পেয়ে গোল মুখে জোড়ালো শট নেন। চলন্ত বলে পা ছুয়ে দেন জোনাথন ফার্নান্দেজ। পরে পুলিশের হয়ে একটি গোল শোধ করেন আল আমিন।
কঠিন সময়ে দারুণ এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আজ ফেডারেশন কাপের ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। কিংসের জন্য এই জয় অন্ধকারে আলো ছড়ানোর মতো হয়েই এসেছে। আর এই আলোর মশাল জ্বালানোর কাজটি করেছেন দুই ব্রাজিলিয়ান। একজন হলেন জোনাথন ফার্নান্দেজ। আরেকজন মিগুয়েল ফেরেইরা। এই দুই ব্রাজিলীয় ফুটবলার ম্যাচজুড়ে নজরকাড়া ফুটবল খেলেছেন। দুইজনই গোল পেয়েছেন। তাদের সঙ্গে গোল করেন ডিফেন্ডার তপু বর্মণ। দিনের অপর ম্যাচে কুমিল্লার মাঠে ফর্টিস এফসি ৩-০ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে ফর্টিস। তাদের অর্জন ৭ পয়েন্ট। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা কিংসের অর্জন ৬ পয়েন্ট।
বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার ৬ মিনিটে ফেরেইরার কর্নার থেকে সরাসরি বল পেয়ে গোল করেন তপু বর্মণ। পরের মিনিটেই গোল শোধ করে দেয় বাংলাদেশ পুলিশ। ৭ মিনিটে বাঁ প্রান্তে ইসা ফয়সার বল পেয়ে দ্রুতগতিতে বক্সের কাছে এগিয়ে যান। সেখানে পাস দেন গোলমুখে থাকা আল আমিনকে। সহজেই কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। অবশ্য কিছু করার ছিল না শ্রাবণের। এরপর কয়েক মিনিট পর আবারো আনন্দের উপলক্ষ্য পায় কিংস। ১১ মিনিটে গোছালো আক্রমণে যায় দলটি। বাঁ প্রান্ত থেকে পুলিশের গোলবক্সে বল ঢুকে পড়েন ফেরেইরা, তপুরা। বক্সের মধ্যে জটলার মধ্যে বল পেয়ে সুযোগ কাজে লাগান ফেরেইরা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে দুদল। ৫৩ মিনিটে আবারো কর্নার থেকে গোল পায় কিংস। এবারও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেরেইরা সরাসরি শট নেননি। কৌশল বদল করে আলতো টোকায় সতীর্থকে পাস দিয়ে দ্রুত এগিয়ে যান। পরে বল পেয়ে গোল মুখে জোড়ালো শট নেন। চলন্ত বলে পা ছুয়ে দেন জোনাথন ফার্নান্দেজ। পরে পুলিশের হয়ে একটি গোল শোধ করেন আল আমিন।
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৩ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে