স্পোর্টস ডেস্ক
অপ্রতিরোধ হয়ে উঠা লামিনে ইয়ামালকে ঠেকাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুজন খেলোয়াড় ব্যবহার করতে চান ইন্টার মিলানের কোচ সাইমন ইনজাগি। যদিও সেটাকে নিজেদের জন্য সমস্যা নয় বরং লাভ হিসেবে দেখছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার দানি ওলমো।
অভিষেকের পর থেকেই নিজের প্রতিভার জানান দিয়ে আসছেন ইয়ামাল। বিশেষ করে এবারের মৌসুমে বল পায়ে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন। ইন্টারের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে কয়েকজনকে কাটিয়ে গোল করেন এই স্প্যানিশ তরুণ। তাই ফিরতি লেগে তাকে নিয়ে বাড়তি পরিকল্পনা করছেন ইনজাগি। ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত একটায় সান সিরোতে মুখোমুখি হবে বার্সা ও ইন্টার।
তার আগে ইনজাগি বলেন, ‘ইয়ামাল যেন বল না পায় আমাদের সে চেষ্টা করে যেতে হবে। যদিও বিষয়টা অসম্ভব। তাকে আটকানোর জন্য দুইজন খেলোয়াড় রাখতে হবে।’
ইন্টার কোচের ওই কথার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এসে ওলমো বলেন, ‘ইয়ামাল কোন মাপের খেলোয়াড়ে সে সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। তার দুর্দান্ত পারফরম্যান্স আমাকে বিস্মিত করে না। ইন্টার মিলান তাকে দুইজন খেলোয়াড় দিয়ে দমাতে চায়। তাতে আমাদের একজন খেলোয়াড় অরক্ষিত থাকবে। ইয়ামাল ইতোমধ্যে প্রমাণ করেছে সে দুই কিংবা তিনজনের বিপক্ষে খেলতে পারে। এটা মাথায় রাখলে তো আমাদের আরও খেলোয়াড় অরক্ষিত থাকবে। তাই প্রতিপক্ষের পরিকল্পনা আমাদের জন্য সমস্যার কারণ হবে না।’
অপ্রতিরোধ হয়ে উঠা লামিনে ইয়ামালকে ঠেকাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুজন খেলোয়াড় ব্যবহার করতে চান ইন্টার মিলানের কোচ সাইমন ইনজাগি। যদিও সেটাকে নিজেদের জন্য সমস্যা নয় বরং লাভ হিসেবে দেখছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার দানি ওলমো।
অভিষেকের পর থেকেই নিজের প্রতিভার জানান দিয়ে আসছেন ইয়ামাল। বিশেষ করে এবারের মৌসুমে বল পায়ে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন। ইন্টারের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে কয়েকজনকে কাটিয়ে গোল করেন এই স্প্যানিশ তরুণ। তাই ফিরতি লেগে তাকে নিয়ে বাড়তি পরিকল্পনা করছেন ইনজাগি। ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত একটায় সান সিরোতে মুখোমুখি হবে বার্সা ও ইন্টার।
তার আগে ইনজাগি বলেন, ‘ইয়ামাল যেন বল না পায় আমাদের সে চেষ্টা করে যেতে হবে। যদিও বিষয়টা অসম্ভব। তাকে আটকানোর জন্য দুইজন খেলোয়াড় রাখতে হবে।’
ইন্টার কোচের ওই কথার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এসে ওলমো বলেন, ‘ইয়ামাল কোন মাপের খেলোয়াড়ে সে সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। তার দুর্দান্ত পারফরম্যান্স আমাকে বিস্মিত করে না। ইন্টার মিলান তাকে দুইজন খেলোয়াড় দিয়ে দমাতে চায়। তাতে আমাদের একজন খেলোয়াড় অরক্ষিত থাকবে। ইয়ামাল ইতোমধ্যে প্রমাণ করেছে সে দুই কিংবা তিনজনের বিপক্ষে খেলতে পারে। এটা মাথায় রাখলে তো আমাদের আরও খেলোয়াড় অরক্ষিত থাকবে। তাই প্রতিপক্ষের পরিকল্পনা আমাদের জন্য সমস্যার কারণ হবে না।’
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
৯ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৪৩ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে