আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্টারের পরিকল্পনায় নিজেদের লাভ দেখছেন ওলমো

স্পোর্টস ডেস্ক
ইন্টারের পরিকল্পনায় নিজেদের লাভ দেখছেন ওলমো

অপ্রতিরোধ হয়ে উঠা লামিনে ইয়ামালকে ঠেকাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুজন খেলোয়াড় ব্যবহার করতে চান ইন্টার মিলানের কোচ সাইমন ইনজাগি। যদিও সেটাকে নিজেদের জন্য সমস্যা নয় বরং লাভ হিসেবে দেখছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার দানি ওলমো।

অভিষেকের পর থেকেই নিজের প্রতিভার জানান দিয়ে আসছেন ইয়ামাল। বিশেষ করে এবারের মৌসুমে বল পায়ে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন। ইন্টারের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে কয়েকজনকে কাটিয়ে গোল করেন এই স্প্যানিশ তরুণ। তাই ফিরতি লেগে তাকে নিয়ে বাড়তি পরিকল্পনা করছেন ইনজাগি। ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত একটায় সান সিরোতে মুখোমুখি হবে বার্সা ও ইন্টার।

বিজ্ঞাপন

তার আগে ইনজাগি বলেন, ‘ইয়ামাল যেন বল না পায় আমাদের সে চেষ্টা করে যেতে হবে। যদিও বিষয়টা অসম্ভব। তাকে আটকানোর জন্য দুইজন খেলোয়াড় রাখতে হবে।’

ইন্টার কোচের ওই কথার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এসে ওলমো বলেন, ‘ইয়ামাল কোন মাপের খেলোয়াড়ে সে সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। তার দুর্দান্ত পারফরম্যান্স আমাকে বিস্মিত করে না। ইন্টার মিলান তাকে দুইজন খেলোয়াড় দিয়ে দমাতে চায়। তাতে আমাদের একজন খেলোয়াড় অরক্ষিত থাকবে। ইয়ামাল ইতোমধ্যে প্রমাণ করেছে সে দুই কিংবা তিনজনের বিপক্ষে খেলতে পারে। এটা মাথায় রাখলে তো আমাদের আরও খেলোয়াড় অরক্ষিত থাকবে। তাই প্রতিপক্ষের পরিকল্পনা আমাদের জন্য সমস্যার কারণ হবে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন