স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২: ১২
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২: ৩৭

অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ১৮ রানে পরাজিত করেছে সুমাইয়া আক্তার অ্যান্ড কোং। সেই সঙ্গে সুপার সিক্সে পৌঁছে গেছে তারা।

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লড়াই করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এবার তৃতীয় ম্যাচে এসে ফের জয়ের সাক্ষী হলো বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাঙ্গিতে আগে ব্যাট করে ১২১ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ১০৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। দলটির হয়ে ৪৩ রানের ইনিংস খেলেন পিপা স্প্রোল। ২২ রান আসে নিয়াম মুয়ির ব্যাট থেকে। ২৫ রানে চার উইকেট নেন আনিসা আক্তার সোবা।

এর আগে সুমাইয়া, আফিয়া আসিমা ও জুয়াইরিয়া ফেরদৌসের কল্যাণে এই পুঁজি পায় বাংলাদেশ। সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক। এছাড়া বাকি দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ২১ ও ২০ রান। স্কটল্যান্ডের হয়ে নাইমা ও মাসেইরার শিকার দুটি করে উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত