পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৩: ০৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জেতানো কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে তিনবারের আইপিএল জয়ী ফ্রাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।

ওই বিবৃতিতে কলকাতা লিখেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আর কাজ করতে চান না। দলে অসামান্য অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। তিনি ২০২৪ সালে কলকাতাকে আইপিএল জিততে সাহায্য করেছেন। সেই সঙ্গে শক্তিশালী ও মজবুত দল গঠন করতে তার ভূমিকা অপরিসীম। তার সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল।’

বিজ্ঞাপন

এখন পর্যন্ত দুইজন ভারতীয় কোচ আইপিএলের শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন। তার মধ্যে পণ্ডিত একজন। এর আগে ২০২২ সালের আসরে আশিষ নেহরার অধীনে কোটি টাকার টুর্নামেন্টের শিরোপা জেতে গুজরাট টাইটান্স।

ব্রেন্ডন ম্যাককলাম দায়িত্ব ছাড়ার পর ২০২২ সালের আগস্টে কলকাতার কোচ হন পণ্ডিত। তার অধীনে প্রথম মৌসুমে অর্থাৎ ২০২৩ সালের আসরে সাত নম্বরে থেকে আইপিএল শেষ করে কলকাতা। যদিও চমক দিতেও বেশি সময় নেননি। পণ্ডিতের কোচিংয়ে পরের আসরেই শ্রেষ্ঠত্বের মুকুট পরে ওপার বাংলার ফ্রাঞ্চাইজিটি। সেই সঙ্গে ১০ বছরের শিরোপা খরা কাটে কলকাতার।

২০২২ সালে পণ্ডিতের কোচিংয়ে রঞ্জি ট্রফির শিরোপা জেতে মধ্য প্রদেশ। প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কলকাতার দায়িত্ব ছেড়ে আবারো মধ্য প্রদেশের কোচিংয়ে ফিরতে পারেন পণ্ডিত।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত