ফিলিস্তিনের জন্য রিয়াদ-মুশফিকদের দোয়া প্রার্থনা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৯: ১৭

লম্বা সময় ধরে ফিলিস্তিনের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। গত কয়েক দিনে এর মাত্রা চরমে পৌঁছেছে। দখলদারদের একের পর এক বোমা হামলায় বিপর্যস্ত গোটা গাজা উপত্যকা। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিক।

এমতাবস্থায় ফিলিস্তিনের সমর্থনে সরব হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বাদ যায়নি বাংলাদেশও। ফিলিস্তিনের সমর্থনে সোমবার (৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও দুঃসময়ে ফিলিস্তিনের নাগরিকদের জন্য প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে রিয়াদ লিখেছেন, ‘ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। ইয়া করিম, ইয়া রহমানুর রহিম, দয়া করে সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। ইয়া আল্লাহ, তুমি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করো এবং তাদের বিজয়ী করো। আমিন। এটা অসহনীয়, দয়া করে ইয়া রাব। তুমি আল-আহাদ, আস-সামাদ। দয়া করে ইয়া আল্লাহ তাদের রক্ষা করো।’

মুশফিক লিখেছেন, ‘হে আল্লাহ, সর্বত্র নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য অভিভাবক, সাহায্যকারী, সমর্থক এবং শক্তিশালী হও।’

দোয়া প্রার্থনা করতে গিয়ে মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘গাজার আকাশ আজো বারুদের গন্ধে ভারী। গা'জার আকাশ আজ অন্ধকার, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, আর গা'জার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, নির্যাতিতদের ধৈর্য দিন, গা'জাকে শান্তি ও নিরাপত্তা দিন। হে পরাক্রমশালী আল্লাহ, গা'জাকে হেফাজত করুন, অসহায়দের সহায়তা করুন। আপনি সর্বশক্তিমান।’

তাসকিন লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’

জাতীয় ফুটবল দলের অধিনায় জামাল ভূঁইয়া লিখেছেন, ‘তোমরা সব সময় আমাদের হৃদয় ও মনজুড়ে থাকবে। তোমাদের জন্য প্রার্থনা।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত