অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিয়ে শিরোপা জেতে পাকিস্তান। ১৯১ রানের বিশাল জয়ের ওই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাবে পিসিবি। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী। ওই ম্যাচে পাকিস্তানের রান পাহাড়ে চাপা পড়ার সময় অনেক বেশি স্লোজিং করেছিল বলে দাবি পাকিস্তানের।
পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের কোচ সরফরাজ আহমেদ ভারতীয় ক্রিকেটারদের দিকে অভিযোগ তুলে বলেন এটা ‘ক্রিকেটীয় চেতনার পরিপন্থী’। মহসিন নকভী বলেন, ‘পুরো ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাব। রাজনীতি আর খেলাধুলা সব সময় আলাদা রাখা উচিত।’
দলটির কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘ভারত যা করেছে, তা ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। আমরা কিন্তু জয়ের পর যথেষ্ট খেলোয়াড়সুলভ আচরণ করেছি। মাঠের খেলায় মাঠের ভদ্রতা বজায় রাখা জরুরি। ভারত যা করেছে, তা তাদের মানসিকতারই প্রতিফলন।’
ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সবশেষ বড়দের এশিয়া কাপ ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াইয়ে আচরণবিধি ভেঙে আইসিসির তিরস্কার পেয়েছেন হারিস রউফ ও সুরিয়া কুমার যাদব। এবার সেই ছোঁয়া লেগেছে ছোটদের এশিয়া কাপেও।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

