নতুন শুরুর অপেক্ষায় আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৭: ২৫

ইতিহাসের সেরা কোচদের একজন মানা হয় কার্লো আনচেলত্তিকে। অসাধারণ কোচিং দর্শন দিয়ে নিজেকে আলাদা করেছেন এই মাস্টারমাইন্ড। যত সুনাম অর্জন করেছেন তার পুরোটাই ক্লাব কোচিং দিয়ে। ইতালিয়ান ক্লাব রেগিয়ানা দিয়ে ১৯৯৫ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর একে একে তার পা পড়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান, এভারটন, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), নাপোলি, চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপ সেরা সব ক্লাবের ডাগআউটে।

দুই দফায় রিয়ালকে দারুণ সাফল্য এনে দিয়ে ক্লাবটির ইতিহাসের সেরা কোচের তকমা পেয়েছেন আনচেলত্তি। মাদ্রিদের ক্লাবটির হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপাই জিতেছেন তিনি। অবশেষে রিয়াল ছেড়ে সম্প্রতি ব্রাজিলের প্রধান কোচের পদে বসেছেন। তাতেই জাতীয় দলের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে ডন কার্লোর।

বিজ্ঞাপন

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। ২০২২ বিশ্বকাপের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে সেলেসাওরা। বাছাইপর্বে ১৪ ম্যাচ খেলেও এখনও ২০২৬ বিশ্বকাপের টিকিট পায়নি ল্যাটিন আমেরিকান জায়ান্টরা। বাজে সময় থেকে বের করে এনে ২০২৬ বিশ্বকাপ জেতার লক্ষ্যে আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছে বাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (সিবিএফ)। আনচেলত্তির ব্রাজিল তথা কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু হবে শুক্রবার (৬ মে) ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে। এদিন ভোর পাঁচটায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে ব্রাজিল।

নতুন শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আনচেলত্তি, ‘ব্রাজিলের কোচ হওয়া আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু। প্রথমবারের মতো কোনো জাতীয় দলকে কোচিং করানোর সুযোগ পেয়েছি। সেটাও আবার ব্রাজিলের মতো দল। এটা সাধারণ মানের কোনো দল নয়। এটা ঐতিহাসিক একটা দল।’

নিজের ওপর রাখা আস্থার প্রতিদান দিতে চান আনচেলত্তি, ‘ব্রাজিলে আমি আমার সেরাটা দিতে চাই। লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে আমি রোমাঞ্চিত। এই দলের খেলোয়াড়দের হলুদ জার্সি পরার তাড়না আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত