নারী এশিয়ান কাপ বাছাই

‘আমরা ভালো কিছুই করব’

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৮: ৫২
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৮: ৫৪
বাংলাদেশ নারী দলের তিন গোলরক্ষক ও কোচ

আগামী ২৯ জুন মিয়ানমারের ইয়াঙ্গুনে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু হবে বাংলাদেশের। ‘সি’ গ্রুপে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে তারা। ইয়াঙ্গুনে ভালো কিছু করেই দেশে ফিরতে চান নারী ফুটবলাররা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের।

বাছাই পর্বের জন্য আজ তৃতীয় দিনের মতো অনুশীলন করেছেন নারী ফুটবলাররা। বাংলাদেশ দলের গোলরক্ষক রুপনা চাকমা বলেন, ‘আমরা মিয়ানমারে খেলতে আসছি। আমাদের সামনে তিনটি ম্যাচ। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা ভালো খেলতে পারি। গোলরক্ষক হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। গোল সেভ দেওয়া ও দলকে বুস্টআপ করার চেষ্টা করব।’ আরেক গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডল বলেন, ‘আজ আমরা তৃতীয় দিনের মতো ট্রেনিং সেশন শেষ করলাম। আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। খেলোয়াড়দের সবার কন্ডিশন ভালো। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেভাবে কাজ করছি। আমাদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। আমরা ভালো কিছুই করব। আমাদের জন্য দোয়া করবেন।’ গোলরক্ষক মিলি বলেন, ‘আমি সুযোগ পেলে, সুযোগ কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

গোলরক্ষকদের নিয়ে কাজ করছেন মাসুদ আহমেদ উজ্জ্বল। এই গোলরক্ষক কোচ জানান, ‘ইয়াঙ্গুনে আমরা তিন দিন যাবত ট্রেনিং করছি। এখানকার আবহাওয়ার সঙ্গে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খেলার জন্য যে সকল টেকনিক, ট্যাকটিস দরকার- আমরা এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। দুর্বলতাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমি আমার গোলকিপারকে নিয়ে এশিয়ান স্টেজে যে ধাচের পারফরম্যান্স করা দরকার, আমি চেষ্টা করছি রুপনাসহ অন্যান্য গোলকিপারকে এমন ভাবে তৈরি করার। আমি আশা করছি, আমরা ভালো কিছু করেই দেশে ফিরব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত