স্পোর্টস ডেস্ক
বিচিত্র সব ঘটনাই দেখা যায় ক্রিকেটে। কিন্তু তাই বলে ইনিংসের প্রথম ২ বলে দুই ওপেনারের বিদায়! আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে আগে কখনো এমনটা ঘটেনি। এমন ঘটনাই ঘটল এবার। কানাডা-স্কটল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে এমন রেকর্ডই হয়েছে।
ক্রিকেটের এলিট সংস্করণ আন্তর্জাতিক টেস্ট খেলা শুরু হয়েছে ১৮৭৭ সালে। এই হিসাব ধরলে আন্তর্জাতিক ক্রিকেটের বয়স ১৪৮ বছর। তবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো সংস্করণেই ইনিংসের প্রথম ২ বলে কোনো দলের দুই ওপেনারের বিদায় নেওয়ার ঘটনা ঘটেনি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে প্রথমবার ঘটেছে এমনটি।
কানাডার বিপক্ষে টস জিতে শুরুতে বোলিং বেছে নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। ইনিংস উদ্বোধনের জন্য বল তুলে দেন ফাস্ট বোলার ব্র্যাড ক্যারির হাতে। তার প্রথম ডেলিভারিতে খোঁচা দিয়ে স্লিপে মার্ক ওয়াটের তালুবন্দি হন কানাডার উদ্বোধনী ব্যাটসম্যান আলী নাদিম।
তিনে ব্যাটিং করতে নামেন পারগত সিংহ। ক্যারির দ্বিতীয় বলে স্ট্রেট ড্রাইভ খেলেন পারগত। তার ব্যাট ছোঁয়া বল রুখে দেওয়ার চেষ্টা করেন ক্যারি।
নন স্ট্রাইক প্রান্তে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা রান নিতে গিয়েছিলেন এগিয়ে।
এ সময় বল ক্যারির হাতে স্পর্শ করে আঘাত করে স্টাম্পে। এতে রান আউটের শিকার হন অন্য ওপেনার যুবরাজ। তবে পারগত ছিলেন সেভ জোনে। এভাবে টানা প্রথম দুই বলে সাজঘরে ফেরেন দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমনটি দ্বিতীয়বার কোথাও কখনো ঘটেনি।
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে স্কটল্যান্ড। ১৮ রানে ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কানাডা। তবে বিপর্যয় কাটিয়ে ৪৮.১ ওভারে ১৮৪ রান তোলে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙর করে স্কটিশরা।
বিচিত্র সব ঘটনাই দেখা যায় ক্রিকেটে। কিন্তু তাই বলে ইনিংসের প্রথম ২ বলে দুই ওপেনারের বিদায়! আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে আগে কখনো এমনটা ঘটেনি। এমন ঘটনাই ঘটল এবার। কানাডা-স্কটল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে এমন রেকর্ডই হয়েছে।
ক্রিকেটের এলিট সংস্করণ আন্তর্জাতিক টেস্ট খেলা শুরু হয়েছে ১৮৭৭ সালে। এই হিসাব ধরলে আন্তর্জাতিক ক্রিকেটের বয়স ১৪৮ বছর। তবে টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের কোনো সংস্করণেই ইনিংসের প্রথম ২ বলে কোনো দলের দুই ওপেনারের বিদায় নেওয়ার ঘটনা ঘটেনি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে প্রথমবার ঘটেছে এমনটি।
কানাডার বিপক্ষে টস জিতে শুরুতে বোলিং বেছে নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। ইনিংস উদ্বোধনের জন্য বল তুলে দেন ফাস্ট বোলার ব্র্যাড ক্যারির হাতে। তার প্রথম ডেলিভারিতে খোঁচা দিয়ে স্লিপে মার্ক ওয়াটের তালুবন্দি হন কানাডার উদ্বোধনী ব্যাটসম্যান আলী নাদিম।
তিনে ব্যাটিং করতে নামেন পারগত সিংহ। ক্যারির দ্বিতীয় বলে স্ট্রেট ড্রাইভ খেলেন পারগত। তার ব্যাট ছোঁয়া বল রুখে দেওয়ার চেষ্টা করেন ক্যারি।
নন স্ট্রাইক প্রান্তে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা রান নিতে গিয়েছিলেন এগিয়ে।
এ সময় বল ক্যারির হাতে স্পর্শ করে আঘাত করে স্টাম্পে। এতে রান আউটের শিকার হন অন্য ওপেনার যুবরাজ। তবে পারগত ছিলেন সেভ জোনে। এভাবে টানা প্রথম দুই বলে সাজঘরে ফেরেন দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমনটি দ্বিতীয়বার কোথাও কখনো ঘটেনি।
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে স্কটল্যান্ড। ১৮ রানে ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কানাডা। তবে বিপর্যয় কাটিয়ে ৪৮.১ ওভারে ১৮৪ রান তোলে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙর করে স্কটিশরা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে