বাশাআপ প্রতিযোগিতা

সাজ্জাদ, আমেনা, সামিয়ার স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২০: ০৭
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২১: ৪৪

তারুণ্য উৎসব- ২০২৫ এর অংশ হিসেবে ৫ ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ শারীরিক আত্মরক্ষামূলক পদ্ধতি (বাশাআপ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আলাদা আলাদা ক্যাটাগরিতে স্বর্ণ জেতেন মোঃ সাজ্জাদ, আমেনা তাসনিম রহমান ও সামিয়া।

বালক জুনিয়র ৩৮ কেজিতে স্বর্ণ জেতেন মোহাম্মদপুর গভঃ বয়েজ কলেজের সাজ্জাদ। এই ক্যাটাগরিতে রৌপ্য জেতেন বিসিআইসি কলেজের অরিন্দম বোস। ব্রোঞ্জ জিতেছেন মোহাম্মদপুর গভঃ বয়েজ কলেজের নাফিস।

বিজ্ঞাপন

c104ea85-4244-43cd-8681-660ddeed825b

বালিকা সিনিয়র ৪৭ কেজিতে স্বর্ণ জেতেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের আমেনা। রৌপ্য জিতেছেন মুবাশশারাহ জামান মুগ্ধ। ব্রোঞ্জ জিতেছেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের হাফসা কবির মৃদুলা।

ড

বালিকা জুনিয়র ৩৭ কেজিতে স্বর্ণ জিতেছেন মিরপুর ইনডোর আশআপ একাডেমির সামিয়া। রৌপ্য জিতেছেন মালিহা বিসিইসি কলেজের মালিহা সুলতানা। এছাড়া ব্রোঞ্জ জেতেন মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের আপসারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত