আইনি তদন্তের মুখে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০২: ০০

নিজের ১৮তম জন্ম বার্ষিকী উদযাপনের জন্য আয়োজনের কমতি রাখেননি লামিনে ইয়ামাল। মহা সমারোহে জন্মদিন পালনের পরই বিপদে পড়েছেন বার্সেলোনার এই উইঙ্গার।

জন্মদিনে বিনোদনের জন্য একদল বামন ভাড়া করেন ইয়ামাল। তাতেই এই স্প্যানিশ প্রতিভাবান ফুটবলারের বিরুদ্ধে স্পেনের প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ইয়ামালের জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। এরপরও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- সেই অনুষ্ঠান থেকে কিছু বামন বের হচ্ছে। বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রণালয়। জন্মদিনের সেই অনুষ্ঠানে বামন বা প্রতিবন্ধীদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন বলে দাবি জানিয়েছে তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত