মার্টিনেসকে না পাওয়ার শঙ্কায় ইনজাগি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ২১: ৩০
আপডেট : ০১ মে ২০২৫, ২৩: ০৩

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার লড়াইয়ে কেউ জেতেনি। ৩-৩ গোলে ড্র হয়েছে দুই দলের মধ্যকার নাটকীয়তায় ঠাসা মাচটি। তাই ফিরতি লেগ ‘অলিখিত ফাইনাল’ হিসেবে বিবেচিত হচ্ছে। সে ম্যাচে লাউতারো মার্টিনেসকে না পাওয়ার শঙ্কাই বেশি বলে মনে করছেন ইন্টারের কোচ সাইমন ইনজাগি।

অলিম্পিক লুইস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি মার্টিনেস। প্রথমার্ধে তার পায়ে টান লাগে। এজন্য বিরতির পর আর মাঠে নামতে পারেননি। বেশকিছু গণমাধ্যমের দাবি, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মার্টিনেস।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে তাই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মার্টিনেসকে নিয়ে প্রবল শঙ্কার কথা শোনালেন ইনজাগি, ‘পায়ে অস্বস্তি অনুভব করায় মার্টিনেসকে আর মাঠে নামানো হয়নি। বেশকিছু পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মার্টিনেসের বিষয়ে জানা যাবে। যদিও পরিস্থিতি বলছে, দ্বিতীয় লেগে তার খেলার সম্ভাবনা খুবই কম। ম্যাচটি আমাদের জন্য ফাইনালতূল্য। ভালো ফলের জন্য আমরা নিজেদের সমর্থকদের ওপর ভরসা রাখছি। কিন্তু সে ম্যাচে মার্টিনেসকে পাবো কিনা এখন সেটা বলতে পারছি না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত