নারী এশিয়ান কাপ

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোচ বাটলার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭: ০০
কোচ পিটার বাটলার

নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়লেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের কোচ পিটার বাটলার। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় এই ইংলিশ কোচ জানান, ‘এটি খুবই কঠিন গ্রুপ। তবে আমি সামনের দিকেই তাকাতে চাই।’ বর্তমান বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে। দল ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।

বিজ্ঞাপন

তবে দল এখনো শিখছে বলে মনে করেন বাটলার। এশিয়ান কাপের জন্য সেরা দলই প্রস্তুত করবেন তিনি। তবে যে দলই কোচ গঠন করুন না কেন, এশিয়ার মঞ্চে বাংলাদেশকে বড় পরীক্ষা দিতে হবে, সেটি অস্বীকার করার উপায় নেই। এশিয়ান কাপে প্রতিপক্ষ সম্পর্কে বাটলার বলেন, ‘চীনের সঙ্গে উত্তর কোরিয়াও কঠিন দল। তবে যে কোনো কিছুই সম্ভব। চ্যালেঞ্জটা নিচ্ছি। সবাইকে বলেছি, আমরা আমাদের সর্বোচ্চ দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরা প্রভাব ফেলতে শুরু করেছি। কোচ হিসেবে আমার পরিকল্পনা আছে। বিএফএফকে সেগুলো দিয়েছি।’

বাটলার চান নারী দলকে সৌদি আরবে খেলাতে। তবে সেটিও এখনো চূড়ান্ত করেনি বাফুফে। তা ছাড়া কিছু প্রস্তুতিমূলক ম্যাচ, প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার কথাও কোচের পরিকল্পনায় রয়েছে। বাটলার জানান, অনূর্ধ্ব-২০ দল ভালো খেলছে। দল নির্বাচনের ক্ষেত্রে তরুণও গুরুত্ব পাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত