সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারায় ঢাকা ক্যাপিটালস। কার্যত টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও চট্টগ্রাম পর্বে থিসারা পেরেরার দলের পারফরম্যান্সের দিকে তাকিয়ে ভক্তরা।
বিপিএলে আজ শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা। এবারের আসরে সবচেয়ে বাজে সময় পার করছে রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজিটি। ঢাকা এবং সিলেট পর্ব শেষে তাদের সঙ্গী কেবল হতাশা। প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে পায় জয়ের দেখা। এর আগে টানা ছয় জয়ে বিপিএল শুরু করে ঢাকা।
চট্টগ্রাম পর্বে মোট তিনটি ম্যাচ খেলবে ঢাকা। সবগুলো জিততে পারলে কিছুটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরতে পারবে স্বাগতিকরা। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আছে শাকিব খানের মালিকানাধীন দলটি। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

