স্পোর্টস ডেস্ক
নেপাল কিংবা স্কটল্যান্ড- এদের কেউই ক্রিকেট বিশ্বের সাড়া জাগানিয়া দল নয়। তবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে এই দুই দলের লড়াই ছাপিয়ে গেল সব মানদণ্ড। জমজমাট এক লড়াই উপহার দিয়েছে তারা। যেখানে শেষ ওভারের নাটকীয়তায় এক উইকেটের জয় তুলে নিয়েছে নেপাল।
ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ২৯৬ রান জড়ো করে স্কটল্যান্ড। লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ২ উইকেট হাতে রেখে নেপালকে করতে হতো ৭ রান। এমন সমীকরণে বাঁহাতি স্পিনার মার্ক ওয়াটের করা শেষ ওভারের প্রথম বলে জর্জ মানজির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সন্দীপ লামিচানে। ওয়াটের করা দ্বিতীয় ডেলিভারিটা ওয়াইড হয়।
দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেনি নেপাল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে কারান কেসিকে স্ট্রাইক দেন শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা রিজান ধাকাল। শেষ তিন বলে নেপালের সমীকরণ ছিল ৫ রান। চতুর্থ ও পঞ্চম বল থেকে দুটি করে রান নেন কারান। তাতেই স্কোরবোর্ড লেভেল হয়। ইনিংসের শেষ বলেও হয়েছে চরম নাটকীয়তা।
ওয়াটের করা লেগ সাইড ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি কারান। এরপরও রান নেওয়ার জন্য দৌঁড় দেন। দুইবারের চেষ্টায় বল ধরে স্ট্যাম্পিং করেন স্কটল্যান্ডের উইকেটরক্ষক ম্যাথু ক্রস। এরপর রিজানকে রান আউটের দাবিতে জোরালো আবেদন করেন স্কটিশরা। তাতে শুরুতে কিছুটা শঙ্কায় থাকলেও খুশিয় জোয়ারে ভাসতেও বেশি সময় লাগেনি নেপালের ক্রিকেটারদের। আম্পায়ার ওয়াইড দিলে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় তাদের। ৪১ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলটির জয়ের নায়ক বনে যান কারান।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২৯৬/৭ (৫০ ওভার); চার্লি টিয়ার ৮০, ফিনলে ম্যাকক্রিথ ৫৫; কারান ২/৪৩
নেপাল: ২৯৭/৯ (৪৯.৫ ওভার); কারান ৬৫*, কুশাল ভার্টেল ৫৩; ম্যাকমুলেন ৩/৪৭
ফল: নেপাল এক উইকেটে জয়ী
নেপাল কিংবা স্কটল্যান্ড- এদের কেউই ক্রিকেট বিশ্বের সাড়া জাগানিয়া দল নয়। তবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে এই দুই দলের লড়াই ছাপিয়ে গেল সব মানদণ্ড। জমজমাট এক লড়াই উপহার দিয়েছে তারা। যেখানে শেষ ওভারের নাটকীয়তায় এক উইকেটের জয় তুলে নিয়েছে নেপাল।
ফোর্টহিল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ২৯৬ রান জড়ো করে স্কটল্যান্ড। লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ২ উইকেট হাতে রেখে নেপালকে করতে হতো ৭ রান। এমন সমীকরণে বাঁহাতি স্পিনার মার্ক ওয়াটের করা শেষ ওভারের প্রথম বলে জর্জ মানজির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সন্দীপ লামিচানে। ওয়াটের করা দ্বিতীয় ডেলিভারিটা ওয়াইড হয়।
দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেনি নেপাল। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে কারান কেসিকে স্ট্রাইক দেন শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা রিজান ধাকাল। শেষ তিন বলে নেপালের সমীকরণ ছিল ৫ রান। চতুর্থ ও পঞ্চম বল থেকে দুটি করে রান নেন কারান। তাতেই স্কোরবোর্ড লেভেল হয়। ইনিংসের শেষ বলেও হয়েছে চরম নাটকীয়তা।
ওয়াটের করা লেগ সাইড ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি কারান। এরপরও রান নেওয়ার জন্য দৌঁড় দেন। দুইবারের চেষ্টায় বল ধরে স্ট্যাম্পিং করেন স্কটল্যান্ডের উইকেটরক্ষক ম্যাথু ক্রস। এরপর রিজানকে রান আউটের দাবিতে জোরালো আবেদন করেন স্কটিশরা। তাতে শুরুতে কিছুটা শঙ্কায় থাকলেও খুশিয় জোয়ারে ভাসতেও বেশি সময় লাগেনি নেপালের ক্রিকেটারদের। আম্পায়ার ওয়াইড দিলে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় তাদের। ৪১ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলটির জয়ের নায়ক বনে যান কারান।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২৯৬/৭ (৫০ ওভার); চার্লি টিয়ার ৮০, ফিনলে ম্যাকক্রিথ ৫৫; কারান ২/৪৩
নেপাল: ২৯৭/৯ (৪৯.৫ ওভার); কারান ৬৫*, কুশাল ভার্টেল ৫৩; ম্যাকমুলেন ৩/৪৭
ফল: নেপাল এক উইকেটে জয়ী
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৬ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে