আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রশিদকে মুক্তি দিলেন কুক

স্পোর্টস ডেস্ক
রশিদকে মুক্তি দিলেন কুক

দ্য হান্ড্রেডে একটি বিব্রতকর রেকর্ড থেকে রশিদ খানকে মুক্তি দিলেন স্যাম কুক। ১০০ বলের টুর্নামেন্টটিতে এখন সবচেয়ে খরুচে ওভারের বিব্রতকর রেকর্ডটির মালিক বনে গেছেন গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া এই বোলার।

দ্য হান্ড্রেডে বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রেন্ট রকেটসকে ৬ উইকেটে হারিয়েছে ওভাল ইনভিন্সিবলস। লন্ডনের কেনিংটন ওভালে আগে ব্যাট করে ১৭১ রান তোলে রকেটস। জবাবে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওভাল।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে বেশ চাপেই ছিল ওভাল। প্রথম ৬০ বলে ৭০ রান করে তারা। কিন্ত পরের দুই ওভারে (দ্য হান্ড্রেডে ৫ বলে ওভার) দৃশ্যপট পাল্টে যায়। ৬১ থেকে ৬৫- এই ৫ বলের সেটে ১৯ রান দেন ডেভিড উইলি। পরের ৫ বলে রকেটসের অবস্থা আরো ভয়াবহ। এ যাত্রায় বোলিংয়ে এসে ৩২ রান দেন কুক।

এর আগে দ্য হান্ড্রেডের গত আসরে এই রকেটসের হয়েই সাউদার্ন ব্রেভের হয়ে ৫ বলে ৩০ রান খরচ করেন রশিদ। একই দলের হয়ে এবার এই অস্বস্তিকর রেকর্ডটিকে আরো সমৃদ্ধ করলেন কুক।

যদিও শুরুটা দুর্দান্ত হয়েছিল তার। প্রথম ১০ বলে খরচ করেন মাত্র ৬ রান। কিন্তু শেষ ওভারটিতে ৩২ রান দিয়ে বিব্রতকর রেকর্ড গড়ার পাশাপাশি দলের হারের কারণ হয়েছেন এই ডানহাতি পেসার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন