আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের পেস অ্যাটাকের প্রশংসায় পাকিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের পেস অ্যাটাকের প্রশংসায় পাকিস্তান কোচ

অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের বর্তমান পেস বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। বিষয়টি নিয়ে প্রায়ই মুগ্ধতার কথা শোনান বিভিন্ন দেশের বর্তমান-সাবেক ক্রিকেটার এবং কোচরা। সবশেষ বাংলাদেশের পেসারদের প্রশংসা করলেন পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন।

বর্তমান বাংলাদেশের পেস অ্যাটাকের নেতা মানা হয় তাসকিন আহমেদকে। এছাড়া আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামরা। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না তাসকিন ও মোস্তাফিজ। এরপরও সফরকারীদের পেস অ্যাটাক নিয়ে সতর্ক অবস্থানে হেসন।

বিজ্ঞাপন

হেসন বলেন, ‘এমন কন্ডিশনে বাংলাদেশ বরাবরই চ্যালেঞ্জিং দল। বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছি। তারা নিজেদের মাটিতেও বেশ চ্যালেঞ্জিং। তাদের পেসারারা বেশ উন্নতি করেছে। দলটিতে বেশ কয়েকজন দারুণ পেসার আছে। যারা কিনা প্রতিপক্ষের ব্যাটারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। তারা আর এখন স্পিনের ওপর ততোটা নির্ভরশীল নয়। দলটির ব্যাটিং গভীরতাও অনেক। বেশ কয়েকজন ভালো মানের ব্যাটার আছে। কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা সবাইকে নিয়েই ভাবছি।’

সবশেষ আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বেশ বিপর্যস্ত বাংলাদেশ। এরপরও অতিথিদের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলার পরামর্শ হেসনের, ‘আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি খেলেছে। বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও তারা জানে কিভাবে সেরাটা খেলতে হয়। পাকিস্তান দল বাংলাদেশকে হালকাভাবে নেবে সেটা আমার মনে হয় না। যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই প্রস্তুতি নিব। পিএসএল শেষে আমরা এখনও দল হিসেবে মাঠে নামতে পারিনি। আমরা এটার জন্য মুখিয়ে আছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন