আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়ান ওপেন

দাপুটে জয়ে কোয়ার্টারে সিনার ও শিয়াওটেক

স্পোর্টস ডেস্ক

দাপুটে জয়ে কোয়ার্টারে সিনার ও শিয়াওটেক

অস্ট্রেলিয়া ওপেনে সহজ জয় পেয়েছেন ইয়ানিক সিনার ও ইগা শিয়াওটেক। গতকাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে পুরুষ এককে লুচিয়ানো দারদেরিকে হারিয়েছেন ইতালিয়ান তারকা সিনার। টেইলর ফ্রির্টজ হেরেছেন লরেঞ্জ মুসেত্তির কাছে। নারী এককে সরাসরি সেটে জিতেছেন জেসিকা পেগুলা ও শিয়াওটেক।

রড লেভার অ্যারেনায় ম্যাচের শুরুতেই দাপট দেখান সিনার। তাতে প্রথম দুই সেটেই এগিয়ে থাকেন তিনি। তবে তৃতীয় সেটে লুসিয়ানো দারদেরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে লড়াই গড়ায় টাইব্রেকে। সেখানে দৃঢ়তা দেখিয়ে ৬–১, ৬–৩, ৭–৬ (৭–২) সেটে স্বদেশিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি। শেষ চার নিশ্চিতের লড়াইয়ে তার প্রতিপক্ষ বেন শেলটন।

বিজ্ঞাপন

অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের নবম বাছাই টেইলর ফ্রির্টজকে ৬-২, ৭-৫, ৬-৪ সেটে হারান ইতালির লরেঞ্জ মুসেত্তি। প্রথম সেটটি সহজে জিতে নেন লরেঞ্জ। দ্বিতীয় সেটে খেলা জমিয়ে তোলেন ফ্রির্টজ। তবে শেষ হাসি হাসেন ইতালিয়ান তারকা। তৃতীয় সেটটিও নিজের করে নেন লরেঞ্জ। কোয়ার্টার ফাইনালে লরেঞ্জ মুসেত্তির প্রতিপক্ষ চতুর্থ বাছাই নোভাক জোকোভিচ। আগামী বুধবার সন্ধ্যার সেশনে কোর্টে মুখোমুখি হবেন দুজন।

নারী এককে স্বদেশি মাদিসন কেইসের বিপক্ষে শীর্ষ ষষ্ঠ বাছাই পেগুলা সরাসরি সেটে জয় তোলেন। তার জয়টি ছিল ৬-৩ ও ৬-৪ সেটে। অন্য ম্যাচে মাদিসন ইংলিসের বিপক্ষে শিয়াওটেকের লড়াই হয়েছে একপেশে। পুরো ম্যাচেই শাসন করে গেছেন পোলিশ সুন্দরী। প্রথম সেটে ৬-০ ব্যবধানে হেরে আর খেলায় ফিরতে পারেননি মাদিসন। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে হারেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইয়েলেনা রিবাকিনার মুখোমুখি হবেন শিয়াওটেক। আজ সন্ধ্যার সেশনে নামবেন দুজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...