এশিয়ান কাপের ড্রয়ে নেই বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৩: ৩৩
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮: ০০

প্রথমবারের মতো এএফসি ওমেন্স এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যদিও মহাদেশিয় টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কেউ অংশ নিচ্ছেন না।

নারী এশিয়ান কাপের আসন্ন আসরের আয়োজক অস্ট্রেলিয়া। তাসমান পাড়ের দেশটিতে আগামী ১ মার্চ টুর্নামেন্টটির পর্দা উঠবে। ২৩ মার্চ ফাইনাল দিয়ে এশিয়ান কাপের পর্দা নামবে। যেখানে অংশ নেবে ১২টি দল।

বিজ্ঞাপন

তার আগে মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হবে। এই ড্রতে অংশ নেওয়ার জন্য এশিয়ান কাপের অংশগ্রহণকারী ১২ দলের কোচ ও অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক অস্ট্রেলিয়া ও এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (এএফসি)। সে আমন্ত্রণে সাড়া দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অর্থাৎ বাংলাদেশের কোনো প্রতিনিধি ছাড়াই আজ সিডনিতে নারী এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (২৮ জুলাই) এশিয়ান কাপে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কোচদের নিয়ে ফটোসেশনের আয়োজন করা হয়। সেখানেও উপস্থিত ছিল না বাংলাদেশের কেউ। আফঈদা খন্দকারদের মতো উত্তর কোরিয়া, জাপান, ফিলিপাইন ও ইরান ফটোসেশনে অংশ নেয়নি। তবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি সাত দলের প্রতিনিধি ফটোসেশনে অংশ নেয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত