১৪ হাজারি ক্লাবে দ্রুততম কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৯
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫১

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়নস ট্রফিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন তিনি।

১৪ হাজার রানের ক্লাবে পৌঁছাতে কোহলির লাগল ২৮২ ইনিংস। আগের রেকর্ডটি ছিল শচিন টেন্ডুলকারের দখলে। ৩৫০ ইনিংস ব্যাট করে এই মাইলফলক স্পর্শ করেন সাবেক ক্রিকেটার। কোহলির রেকর্ডের দিনে তালিকার তিনে নেমে গেলেন কুমার সাঙ্গাকারা। ৪৭৮ ইনিংস ব্যাট করে ১৪ হাজারি রানের ক্লাবে পা রাখেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের হয়ে কোহলির সর্বোচ্চ ক্যাচ: ১৪ হাজারি রানের ক্লাবে পৌঁছানোর আগে আরও একটি রেকর্ড গড়েন কোহলি। একই ম্যাচে মোহাম্মদ আজহারউদ্দিনকে পেছনে ফেলে ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার (উইকেটরক্ষক বাদে) রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি।

আজহারউদ্দিনের সমান ১৫৬ ক্যাচ নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন কোহলি। কুলদীপ যাদবের করা ৪৭তম ওভারে নাসিম শাহ’র ক্যাচ নেন। তাতেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এককভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার মালিক বনে গেছেন কোহলি।

কোহলির দুই রেকর্ডের ম্যাচে জয়ের পথে আছে ভারত। আগে ব্যাট করে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে এই রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান। কোহলি ৪১ ও শ্রেয়াশ আইয়ার ৫ রানে অপরাজিত আছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত