ওয়ানডে না খেলায় প্রস্তুতিতে ঘাটতি দেখছেন সিমন্স

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০০
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২২

চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডেতে বেশ মনযোগী হয়েছে ভারত-পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশগুলো। তবে বাংলাদেশের জন্য সেই সুযোগ হচ্ছে না। বিপিএল শেষে সরাসরি বিপিএল খেলতে উড়াল দিবে নাজমুল হোসেন শান্তর দল। টানা টি-টোয়েন্টি খেলার অভ্যাস থেকে সরাসরি মাঠে নামবে ওয়ানডে সংস্করণে। ফরম্যাট বদল হওয়ায় ক্রিকেটারদের মধ্যে খানিকটা ঘাটতি দেখছেন হেড কোচ ফিল সিমন্স। তবে তিনি মনে করেন, ওয়ানডে মানসিকতা হলে বের হয়ে আসবে সেরাটা।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ক্যাম্প চলাকালে আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হেড কোচ ফিল সিমন্স। তার বিশ্বাস, টি-টোয়েন্টির মতো ওয়ানডে সাদা বলের ক্রিকেট হওয়ায় আপাতত কোনো সমস্যা নেই। তবে প্রস্তুতিটা যে সেরা নয়- সেটা তিনি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না। আমি একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক থেকে শার্পই আছে। আমাদের আগামী ছয়–দিন আমাদের মানসিকতায় থাকবে, তাদেরটা ৫০ ওভারে থাকবে। স্কিল আছে, আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন কেবল মানসিকতাটা ওয়ানডের মতো করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘এজন্যই আমাদের দুটো সেশন আছে অনুশীলনে। আমরা দিনে ও রাতে ব্যাট বল করছি আর পঞ্চাশ ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

বিপিএলের নানা ঘটনা ক্রিকেটারের উপর প্রভাব ফেলবে কি না সেই প্রশ্নের জবাবে ফিল সিমন্স বলেন, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোন কথা আলাপ হয়নি খেলোয়াড়দের। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে ৫০ ওভার ক্রিকেটের জন্য। আমার মনে হয় না এটা তাদের কোনো প্রভাব ফেলবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত