দ্য হান্ড্রেডের উদ্বোধনী ম্যাচে শিয়ালের ‘বিনোদন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৬: ৪১

শুরু হয়েছে ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নতুন আসর। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে ওভাল ইনভিন্সিবলের কাছে পাত্তা পায়নি লন্ডন স্পিরিট। তাদের ৬ উইকেটে হারিয়েছে ওভাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়কে পাশ কাটিয়ে এদিন ম্যাচটিতে আলোচনায় উঠে আসে শিয়াল।

লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে ৯৪ বলে ৮০ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৬৯ বল খেলে জয় তুলে নেয় ওভাল। তাদের ইনিংসের অষ্টম বল হওয়ার পরই শিয়াল মাঠে ঢুকে পড়লে হাস্যরসের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শিয়াল মাঠে ঢুকায় সাথে সাথেই খেলা বন্ধ হয়। মাঠে ঢুকে বাউন্ডারি লাইনের পাশ দিয়ে দৌঁড়াতে থাকে শিয়ালটি। সে সময় গ্যালারিতে হাসির রোল পড়ে যায়। ধারাভাষ্যকাররাও হাসি নিয়ন্ত্রণ করতে পারেননি। যদিও শিয়াল কাণ্ডে বেশিক্ষণ খেলা বন্ধ থাকেনি। এক মিনিট দৌঁড়ানোর পর মাঠ ত্যাগ করে সেই শিয়ালটি।

এরপর খেলা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিয়ালের মাঠে দৌঁড়ানোর ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়। ফের খেলা শুরু হলে ৯২ বলে ৭৭ রানের সমীকরণ মেলায় ওভাল। ১১ রানে ৩ উইকেট নিয়ে দলটির জয়ের নায়ক আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান।

তার সমান ৩ উইকেট নেন স্যাম কারান। তাদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি লন্ডনের ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, অ্যাস্টন টার্নারদের মতো নামি ব্যাটাররা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত