অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

বাংলাদেশের গ্রুপে চীন-থাইল্যান্ড

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২০: ১৩

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র হয়েছে গতকাল সোমবার। ব্যাংককে অনুষ্ঠিত এই ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে নারীদের বয়সভিত্তিক এই ফুটবল আসর। এই টুর্নামেন্টে মোট ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকে যে চার দল যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে খেলা দলগুলো ২০২৬ ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সরাসরি খেলবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের গ্রুপে থাকা চীন টপ ফেভারিট দল। থাইল্যান্ড হোম অ্যাডভান্টেজ পাবে। আর ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোতে নারী ফুটবলে ধারাবাহিক ভালো করছে। ফলে এই তিনটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। অবশ্য বাংলাদেশ বাছাই পর্বের পরীক্ষা দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এবার চূড়ান্তে পর্বেও ইতিহাস গড়ার লক্ষ্য থাকবে নারী ফুটবলারদের।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত