রাতটা নিজেদের করে নিতে পারলো না দক্ষিণ আফ্রিকা। নিবে কি করে? রাতটা যে প্রোটিয়াদের জন্যই বরাদ্দ ছিল না। ছিল কেবল ভারতের জন্য। তাই তো ব্যাটে-বলে দুর্দান্ত খেললো স্বাগতিকরা। শুরুতে হার্দিক পান্ডিয়ার হার না হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ভারত।
পরে পেস-স্পিনের সম্মিলিত আক্রমণে ধসিয়ে দিয়েছে আফ্রিকার দলটিকে। ওড়িশার কটকে প্রথম টি-টোয়েন্টিতে টেম্বা বাভুমাদের ৭৪ রানে বিধ্বস্ত করে সূর্যকুমার যাদবরা জিতেছে ১০১ রানের ব্যবধানে। দাপুটে এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
বারাবতী স্টেডিয়ামে রানের খাতা খোলার আগেই শুরু হয়ে যায় দক্ষিণ আফ্রিকা উইকেট পতন। ৫০ রান তুলতে হারিয়ে ফেলে তারা ৫ উইকেট। আর্শদীপ সিংর পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ।
বিপর্যয় সামাল দিতে না পেরে তিন অঙ্ক ছোঁয়ার আগেই গুটিয়ে যায় আফ্রিকানরা। তার আগে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি গড়ে ভারত। হার্দিক পান্ডিয়া অপরাজিত থেকে যান ৫৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৭৫/৬, ২০ ওভার (পান্ডিয়া ৫৯*, তিলক ২৬, অক্ষর ২৩; এনগিডি ৩/৩১ ও সিপামলা ২/৩৮)।
দক্ষিণ আফ্রিকা: ৭৪/১০, ১২.৩ ওভার (ব্রেভিস ২২, মার্করাম ১৪, স্টাবস ১৪; অক্ষর ২/৭, আর্শদীপ ২/১৪, বুমরাহ ২/১৭ ও চক্রবর্তী ২/১৯)।
ফল: ভারত ১০১ রানে জয়ী।
ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া।

