চ্যাম্পিয়ন্স লিগ

এমবাপ্পে-ভিনিসিয়াসদের নিয়ে সতর্ক গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ১০

চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচের প্রথম লেগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে ম্যানসিটি। আসন্ন ম্যাচের আগে লস ব্লাঙ্কোসদের আক্রমণভাগ নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ নিয়ে গার্দিওলার ভাবনা যুক্তিযুক্ত। দলটিতে আছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো গোজদের মতো বিশ্ব নন্দিত সব মুখ। যারা যেকোনো সময় ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার যোগ্যতা রাখেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘রিয়াল মাদ্রিদের আক্রমণভাগকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। সবাই জানে তাদের আক্রমণভাগ কতটা শক্তিশালী। তাই আমরা যতটা পারি লড়াইয়ে তাদের সম্পৃক্ততা কমানোর চেষ্টা করব। যদিও সব সময় সেটা সম্ভব হবে না। ম্যাচে তাদের সময়ও আসবে। সেটা আমাদের মেনে নিতে হবে।’

গার্দিওলা আরও বলেন, ‘আমরা জানি প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কত বড় প্রতিদ্বন্দ্বী। অনেকবার তাদের বিপক্ষে খেলেছি। কঠিন মুহূর্তেও তারা নিজেদের সেরাটা দেয়। তাই দুটি ম্যাচেই আমাদের ভালো ফুটবল খেলতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত