লম্বা সময় পর আজ বেলা ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বসবে বিসিবির বোর্ডসভা। বিসিবির এই বোর্ডসভা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। এবারের বোর্ডসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বিসিবিতে হওয়া দুর্নীতি নিয়ে। এর আগে বিসিবি পরিচালক আদনান রহমান দীপন এক টেলিভিশনে জানান, গত ছয় মাসে অনেক দুর্নীতি হয়েছে। সে বিষয়ের তদন্ত কমিটি হবে বলে জানিয়েছিলেন তিনি।
এছাড়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। এই টুর্নামেন্টের ভাগ্য কী হবে সেটাও চূড়ান্ত হবে এবারের বোর্ডসভায়। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি অনূর্ধ্ব ২৩ বিসিএল আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ।
বিসিবির এবারের বোর্ডসভায় বিপিএল নিয়েও হবে আলোচনা। আগামী শুক্রবার থেকে হতে যাওয়া বিপিএল ঠিকভাবে চালিয়ে নিতে কী করণীয় সেসব আলোচনা হবে এবারের বোর্ডসভায়। গাজী আশরাফ হোসেন লিপু ও হাসিবুল হাসান শান্তর পাশাপাশি তৃতীয় নির্বাচক কে হবেন? সেই আলোচনাও হওয়ার কথা রয়েছে বোর্ডসভায়। এছাড়া আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্রও এই বোর্ডসভায় অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
লম্বা সময় পর এবারের বোর্ডসভা আয়োজিত হওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা করবে বিসিবি পরিচালকরা। তবে এবারের বোর্ডসভায় অন্তত একজন পরিচালক উপস্থিত হবেন না। তিনি অনলাইনে এই বোর্ডসভায় যুক্ত হবেন বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

