ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের এককে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি স্বাগতিক বাংলাদেশের শাটলাররা। আজ বুধবার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে বিদেশিরাই নৈপুণ্য দেখিয়েছেন। স্বাগতিকদের ব্যর্থতার দিনে শুধু টিকে রইলেন গৌরব সিংহ। প্রথম রাউন্ডে জিতে সেরা ৩২-এ জায়গা করে নেন এই শাটলার। এককের মতো ডাবলসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সহোদর সিফাত উল্লাহ গালিব ও মোহাম্মদ সিবগাত উল্লাহ জুটি ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই পারেননি! সরাসরি সেটে হেরে গেছেন তারা (২১-১৫ ও ২১-১২ পয়েন্টে)।
সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁ পায়ের বুড়ো আঙুল থেঁতলে যায় দেশের এক নম্বর শাটলার আবদুস সোয়াদের। এজন্য বেশ কিছুদিন ভুগতে হয় তাকে। তবুও পেটের দায়ে ইনজেকশন নিয়ে খেপ খেলে বেড়ান এই শাটলার। চোটগ্রস্ত ও ক্লান্ত সোয়াদ ভারতের প্রতিযোগিতার কাছে হারলেন সরাসরি ২-০ সেটে। হেরে এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন এসএসএম সিফাত উল্লাহ, চিং মং মারমারা। খেপ খেলা প্রসঙ্গে সোয়াদ বলেন, ‘আমাদের তো পেট চালাতে হবে। এখান থেকে তো মাসিক বেতন পাই না আমরা। তাই আউটডোরে খেলতে হয়। এই অর্থ দিয়ে আমাদের চলতে হয়। পরিবারকে চালাতে হয়।’
অন্যদিকে, র্যাংকিংয়ের পাঁচে থাকা গৌরব সিংহ হারান অস্ট্রেলিয়ান প্রতিযোগী পুস্কাল ইরু সুমাল্লাকে। ২১-১২ ও ২১-১২ পয়েন্টে ম্যাচ জিতেছেন তিনবারের চ্যাম্পিয়ন সিলেটের ছেলে গৌরব। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সামনে আরো ভালো খেলে আরো জয় নিয়ে কোর্ট ছাড়ব ইনশাআল্লাহ। ইন্টারন্যাশনাল লেভেলটা অনেক হাই। কে কখন ভালো খেলবেÑসেটা বলা যায় না। একজন জিতবে, একজন হারবে। বাকিরা কেন হেরে গেছে বলতে পারব না। তবে আমি ভালো খেলেছি, তাই জিতেছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

