আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারায়ণগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার ১৯

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার ১৯

নারায়ণগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- ফাহিম (৩৮), সহিদুল ইসলাম (৪৫), মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯), মহাসিন সিপাহি, (৪৫), মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম, মো. আক্তার হোসেন (২৭), সাইদুল ইসিলাম (৩৫), মিজান মেম্বার (৪৬), সুফল চন্দ্র দাস (২১), মোমেন মোল্লা (৫২), মো. রাসেল (৪০)।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত ১৯ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন