ক্লাব বিশ্বকাপ

বোনাস পাচ্ছেন চ্যাম্পিয়ন চেলসির ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৩: ০০

প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে চেলসি। বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হয়ে ক্লাবটি আয় করেছে ১১ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় এক হাজার ৩৩৭ কোটি টাকা। চ্যাম্পিয়ন ক্লাবটি পুরস্কার হিসেবে পাচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার চেয়েও বেশি প্রাইজমানি।

বিজ্ঞাপন

বিশাল অঙ্কের প্রাইজমানির সঙ্গে আরো একটি সুখবর রয়েছে স্টামফোর্ড ব্রিজ ফুটবলারদের জন্য। চ্যাম্পিয়ন ফুটবলাররা এবার মোটা অঙ্কের বোনাস পেতে যাচ্ছেন। চেলসিকে শিরোপা এনে দিয়ে তিন লাখ ৫০ হাজার পাউন্ড করে বোনাস পেতে যাচ্ছেন প্রত্যেক ফুটবলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ কোটি ৭২ লাখ টাকারও বেশি। বোনাস পাবেন দলে থাকা ২৯ জনের সবাই। কোচ এঞ্জো মারেস্কা পাবেন শিষ্যদের সমান বোনাস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত