আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমবাপ্পের লাল কার্ডের খেরোখাতা

স্পোর্টস ডেস্ক

এমবাপ্পের লাল কার্ডের খেরোখাতা

স্প্যানিশ লা লিগার রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের জয়কে পাশ কাটিয়ে ম্যাচটির প্রধান আলোচ্য বিষয় কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড। মেন্দিজোরোজা স্টেডিয়ামে ম্যাচের ৩৮তম মিনিটের ঘটনা।

আলাভেসের ডিফেন্সিভ মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে সরাসরি পায়ে আঘাত করেন এমবাপ্পে। শুরুতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) দেখে সিদ্ধান্ত পাল্টে এমবাপ্পেকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। পেশাদার ক্যারিয়ারের ৫০৩ নম্বর ম্যাচে এসে চতুর্থবারের মতো লাল কার্ড দেখলেন এই ফ্রেঞ্চ তারকা। সবগুলোই সরাসরি।

বিজ্ঞাপন

আগের তিন লাল কার্ডের সবকটিই পিএসজির হয়ে দেখেন এমবাপ্পে। ফরাসি লিগ ওয়ানের দলটির হয়ে অর্থ্যাৎ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেন ২০১৮ সালের ৩০ জানুয়ারিতে। সেদিন কুপ দে লা লিগের সেমিফাইনালে ৬১তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারকা ফরওয়ার্ড।

২০১৮ সালের ১ সেপ্টম্বরে নিমসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় লাল কার্ড দেখেন এমবাপ্পে। আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে সবশেষ ২০১৯ সালের এপ্রিলে কুপ ডি ফ্রান্সের ফাইনালে লাল কার্ড দেখেন তিনি। সে ম্যাচে অতিরিক্ত সময়ের শেষের দিকে ড্যামিয়েন দা সিলভাকে বিপজ্জনক ট্যাকল করেছিলেন সময়ের সেরা ফুটবলারদের একজন।

২০১৫ সালে মোনাকোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন এমবাপ্পে। দলটির হয়ে কোনো লাল কার্ড দেখেননি তিনি। অন্যদিকে রিয়ালের মাদ্রিদের হয়ে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন। সবশেষ ম্যাচে ব্লাঙ্কোকে এভাবে ফাউল করায় অনুশোচনা করছেন। ম্যাচ শেষে ব্লাঙ্কোর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...